কালের কন্ঠের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরনদীতে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা ॥ দৈনিক কালের কন্ঠের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদীতে বর্নাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালের কন্ঠকালের কন্ঠের পাঠক ফোরাম শুভসংঘ গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে সকাল ১১টায় গৌরনদী প্রেসক্লাব চত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে বর্ষপূতি পালন করা হয়। শেষে এক আলোচনা সভা শুভসংঘের গৌরনদী উপজেলা শাখার সভাপতি সুমন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গেরৈনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, গৌরনদী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বকর শিবলী, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও শুভসংঘের উপদেষ্ঠা কাজী আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান গোলাম মনির হোসেন মিঞা, সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মাকসুদা হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, চাঁদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, গৌরনদী হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান, গৌরনদী গালর্স হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক লক্ষন চন্দ্র দে, উপ-সহকারী কৃষি অফিসার মো. সিরাজুল ইসলাম, কালের কন্ঠের গৌরনদী প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সুদাম পাল, স্বেচ্ছাসেবী সংগঠন টিপিডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম, সাবেক সভাপতি মো. আনিচুর রহমান আনিচ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বীপ, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মো. মাহফুজ।

বক্তব্য রাখেন শুভসংঘ গৌরনদী উপজেলা শাখার সাধারন সম্পাদক শ্যামল বনিক বাবু, শিক্ষক চিন্ময় পান্ডে, জোসনা দে, সংঙ্গীত শিল্পী ডলি বনিক, সাংবাদিক এস.এম জুলফিকার, বিশ্বজিত সরকার বিল্পব, এম.আলম, মনীষ চন্দ্র বিশ্বাস, উত্তম দাস, বদরুজ্জামান খান সবুজ, শুভসংঘের মহিলা বিষয়ক সম্পাদক মাকসুদা নাহার কনি, জিলিয়ান আক্তার মিম প্রমুখ।