হিমাগারে আলু পঁচনের অভিযোগ

এবার আলুর বাম্পার ফলনেও চাষীদের স্বস্তি নেই। আলু উত্তোলনের পিক মৌসুমে বাজারে দাম কম। অপর দিকে দক্ষিণ অঞ্চলের আলু চাষীরা মাদারীপুর ও ফরিদপুরের বিভিন্ন হিমাগারে রাখা আলুতে পঁচন ধরায় চাষীরা পথে বসতে বসেছে। হিমাগার মালিকদের নিকট আকুতি মিনতি জানালেও কোন কাজে আসছে না। বরং মালিক পক্ষের ভাড়া করা মাস্তান দিয়ে চাষীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বরিশালের উজিরপুর উপজেলার আলু উৎপাদন এলাকা কারফা গ্রামের রতন হালদার জানান, এ বছর ফরিদপুর “হিমাগার” কোল্ডষ্টোরে তিনি ৫’শ বস্তা আলু রেখেছেন। ১০দিন পূর্বে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন কোল্ডষ্টোরের অনিয়মের কারনে তার ৫০ বস্তা আলু ইতোমধ্যে পঁচে গেছে। ওই গ্রামের অমৃত হালদার, নেপাল শীল, বাদল সমদ্দারের একই পরিনতি। বর্তমানে আলুর দাম বাজারে কম থাকায় তারা এখন আলু বিক্রিও করতে পারছেন না।