বরিশালে অগ্নিদ্বগ্ধ নাইম ঢাকায় মারা গেছে

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে ৭ দিন আগে প্রতিপক্ষের হাতে অগ্নিদগ্ধ যুবক নাইম (২০) ঢাকায় মারা গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। নাইম নগরীর বাংলাবাজার এলাকার আলী হোসেনের ছেলে এবং ভাটারখাল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী।

নাইম ভাটারখাল এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সুমন ওরফে ভাইয়া সুমনের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। এ কারনে নাইমের বন্ধু সেলিম তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। গত ৩ জানুয়ারী সন্ধ্যায় কীর্তনখোলা ফেরীঘাট সংলগ্ন সিটি মার্কেটে নাইমের দোকানের সামনে সেলিম আসে। নাইমকে দেখে সেলিম আবার নিজ দোকানের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় নাইম তাকে বাধা দেয় এবং কেন তার সঙ্গে কথা বলছে না তা জানতে চায়। তখন ভাইয়া সুমন এসে নাইমের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা ভাইয়া সুমনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।