আর্কাইভ

খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ এমদাদ হোসেনকে হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ এমদাদ হোসেন হাওলাদারকে বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

যুবলীগ নেতার দেয়া অভিযোগে জানা গেছে, কমলাপুর গ্রামের আজাহার তালুকদারের পুত্র চিহ্নিত সন্ত্রাসী হায়দার তালুকদারের বিরুদ্ধে বুধবার (১১ জানুয়ারি) রাতে গৌরনদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে একই গ্রামের জনৈক মাইনুল বেপারী। মামলার সাথে যুবলীগ নেতা (এমদাদ)-এর জড়িত থাকার অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনের মাধ্যমে হায়দার মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য এমদাদ হোসেনকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হত্যার হুমকি প্রদর্শন করে।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button