আর্কাইভ

প্রাইভেট বানিজ্য – পাঠদানে মনোযোগী হতে শিক্ষকদের প্রতি বিসিসি মেয়রের আহবান

নিজস্ব সংবাদদাতা ॥ বিদ্যালয়কে প্রাইভেট বানিজ্যের ঢাল হিসেবে ব্যবহার না করে পাঠদানে মনোযোগী হতে শিক্ষকদের আহবান জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার ত্রিবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশ গুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে সম্মেলনে মেয়র আরো বলেন, শিক্ষকদের দ্বন্দ্ব না করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী বরিশালে আসলে এই অঞ্চলের শিক্ষকদের সমস্যার কথা তিনি তুলে ধরবেন বলে আশ্বাস দেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বিটিএ’র প্রধান উপদেষ্টা চৌধুরী খোরশেদ আলম ও উপদেষ্টা এমএ আউয়াল সিদ্দিকী। বক্তব্য রাখেন, বিটিএ’র সভাপতি আতিয়ার রহমান, রঞ্জিত কুমার সাহা, বরিশাল আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক ফরিদুল আলম জাহাঙ্গির প্রমূখ।

আরও পড়ুন

Back to top button