বরিশালে এক বছরে অগ্নিকান্ডে সাড়ে ১২ কোটি টাকার সম্পদ বিনষ্ট

নিজস্ব সংবাদদাতা ॥ গত ১ বছরে বরিশালে অগ্নিকান্ডে সাড়ে ১২ কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেয়া এই তথ্যের সাথে বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমানের অনেক ফারাক বলে দাবী করেছে ক্ষতিগ্রস্তরা।

জানা গেছে, ২০১১ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত বরিশালে ৬৭৯টি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ক্ষতি সাধন হয় ১২ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ১শ’ টাকার সম্পদের। এসব অগ্নিকান্ডের মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো চুলার আগুন। চুলার আগুনের কারনে ১৯০টি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এছাড়া বৈদ্যুতিক গোলাযোগের কারনে ২৭৫টি, জলন্ত সিগারেটের টুকরার কারণে ৫২টি, খেলাধুলায় বাতি ব্যবহার করতে গিয়ে ৪২টি, জ্বালানি কাঠের মাধ্যমে ৪টি ও অজ্ঞাত কারনে ৫৫টি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এছাড়া অগ্নিসংযোগের কারণে ১০টি অগ্নিকান্ডের ঘটনায় ১৬ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ বিনষ্ট হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১১ সালে অগ্নিকান্ডের হাত থেকে ৫২ কোটি ৮৮লাখ ৯০ হাজার টাকা সম্পদ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এসএম লুৎফুর রহমান জানান, অগ্নিকান্ড প্রতিরোধে প্রতিমাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের প্রশিক্ষন দেয়। জনসচেতনা বৃদ্ধি পেলে অগ্নিকান্ডের সংখ্যা কমবে।