বরিশালে বখাটে যুবকের উত্যক্তের বলি মাদ্রাসা ছাত্রী রোজিনা

নিজস্ব সংবাদদাতা ॥ এবার বখাটে যুবকের উত্যক্তের বলি হয়েছে বরিশালের বাকেরগঞ্জের মাদ্রাসা ছাত্রী রোজিনা আক্তার (২২)। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেবাচিম হাসপাতালে রোজিনা মৃত্যুর কোলে ঢলে পরেছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি ইউডি মামলা হয়েছে। রোজিনার মৃত্যুর খবর তার নিজ এলাকায় ছড়িয়ে পরলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। স্থানীয়রা জরুরি ভিত্তিতে উত্যক্তকারী বখাটে যুবককে গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের কৃষ্ণকাঠি গ্রামের মৃত আব্দুল মান্নান খানের কন্যা রোজিনা আক্তার। সে বাকেরগঞ্জ মহিলা মাদ্রাসার বি.এ প্রথম বর্ষের ছাত্রী। গত দেড় মাসপূর্বে পার্শ্ববর্তী দুধলমৌ গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র পান্না হাওলাদারের সাথে পারিবারিকভাবে রোজিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রোজিনার ভাই আনোয়ার হোসেন জানান, অতিসম্প্রতি একই গ্রামের সেকান্দার জমাদ্দারের বাড়িতে বেড়াতে আসে তার নিকট আত্মীয় পটুয়াখালী শহরের মনিরুল ইসলাম সাইফুল। সে (সাইফুল) রোজিনাকে বিয়ের প্রলোভনে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এতে রোজিনা প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সাইফুল তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শনসহ অপহরনের হুমকি দেয়। বিষয়টি রোজিনা তার ভাই আনোয়ার হোসেনকে জানায়। এ ঘটনায় আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে সাইফুলকে শ্বাসিয়ে দেয়। গত ১০ জানুয়ারি রাতে বখাটে সাইফুল মোবাইল ফোনে রোজিনাকে অশ্লীলভাষায় গালিগালাজ করে তাকে গণধর্ষণের হুমকি দেয়। এতে অভিমান করে বুধবার (১১ জানুয়ারি) সকালে রোজিনা বিষপান করে। মুর্মুর্ষ অবস্থায় পরিবারের লোকজনে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে রোজিনা মৃত্যুর কোলে ঢলে পরে। আনোয়ার হোসেন আরো জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।