আগৈলঝাড়ায় দু’শ বছরের পুরনো ঐতিহ্যবাহী মারবেল মেলা অনুষ্ঠিত

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের প্রায় দু’শ বছরের পুরনো ঐতিহ্যবাহী মারবেল মেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এ মেলায় অংশগ্রহন করেন সকল বয়সের হাজার-হাজার নারী ও পুরুষেরা। ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে গতকাল শনিবার দিনভর এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলা কমিটির সভাপতি মিহির বিশ্বাস জানান, প্রতিবছর বাস্ত পূজা উপলক্ষে মারবেল মেলার আয়োজন করা হয়। প্রায় দু’শ বছর পূর্বে রামানন্দেরআঁক গ্রামের অলৌকিক সাধু মা সোনাই চাঁদ মন্দিরের ভক্তরা এ মেলার আয়োজন করেন। মারবেল খেলার মূলরহস্য কেহ বলতে না পারলেও কতিথমতে, বাপ-দাদারা এ মেলার আয়োজন করে আসছেন বিধায় এখনও তাদের উত্তরসূরীরা প্রতিবছরের ন্যায় এ খেলার আয়োজন করে। এ বছরও মেলার প্রধান আকর্ষণ হিসেবে মারবেল খেলা অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা গেছে, প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার ওপরে, বাড়ির আঙ্গিনায়, জমির মধ্যে ৫ বছরের শিশু থেকে শুরু করে কিশোর, কিশোরী, যুবক-যুবতীসহ ৮০ বছরের বয়োবৃদ্ধরাও মেলার প্রধান আকর্ষণ মারবেল খেলায় অংশগ্রহন করেন।