কম্বল পেয়ে কামেরজানরা বেজায় খুশী – গৌরনদীতে শীতার্থদের মাঝে জনতা ব্যাংকের কম্বল বিতরণ
গৌরনদী সংবাদদাতা ॥ “এই কয়ডা দিন শীতে যে কতো কষ্ট করছি, হেইয়া কইয়া বুঝাইতে পারমুনা। আইজগোর পর শীতে আর কষ্ট করোন লাগবো না। অনেকদিন পর আইজ রাইতে এট্টু মোন ভইরা ঘুমাইতে পারমু”। শুক্রবার বিকেলে জনতা ব্যাংকের দেয়া কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে কাঁপা কাঁপা স্বরে কথাগুলো বলছিলেন কামেরজান বিবি (৮০)। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা কামেরজান। একথা শুরু তার একারই নয়। প্রায় একইভাবে বললেন, বাকাই গ্রামের হামিতোন নেছা (৭৫), আলেয়া বেগম (৭০), বয়সা গ্রামের কুলসুম বেগম (৮০)সহ অনেকেই।
জনতা ব্যাংকের উদ্যোগে শনিবার বিকেলে গৌরনদীর বার্থী ও খাঞ্জাপুর ইউনিয়নের সহস্রাধীক শীতার্থদের মাঝে কম্বল বিতরন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু। এসময় অন্যান্যদের মধ্যে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান, পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।