আগৈলঝাড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে শুক্রবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার রাতে পৃথক হামলা ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় পৃথক ভাবে অভিযোগ দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বৃহস্পতিবার রাতে পশ্চিম বাগধা গ্রামের খৃীষ্টান সম্প্রদায়ের রমল হালদার (৬০) ও কমল হালদারকে (৫৫) পিটিয়ে গুরুতর আহত করে একই গ্রামের মৃত কহিল উদ্দিন সরদারের পুত্র ভূমিদস্যু মোশারফ সরদার, মোকলেচ সরদার ও তাদের সহযোগীরা।

অপরদিকে বাগধা গ্রামের প্রভাবশালী রেজাউল খান ও তার সহযোগীরা জমিজমা নিয়ে বিরোধের জেরধরে শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষ রব খান ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় কমপক্ষে ১৮ জন আহত হয়। গুরুতর আহত রব খান, রুবেল খান, আলি খান, রেখা বেগম, অজুফা বেগম, আব্দুল হালিম, রেকসোনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।