পুলিশি পরিচয়ে আদালতের নিষাধাজ্ঞা অমান্য করে ভবন নির্মান

নিজস্ব সংবাদদাতা ॥ আদালতের নিষাধাজ্ঞা অমান্য করে সদর উপজেলার কর্নকাঠী গ্রামে ভবন নির্মান করছেন দেলোয়ার হোসেন মুন্সি। ছেলে রাষ্ট্রপতির পাইলট পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে এ কাজ করে যাচ্ছেন। কর্নকাঠিী মৌজার জেল এল ৭৫নং খতিয়ানের মৃত আছর উদ্দিন মুন্সির ওয়ারিশ ২মেয়েকে বাদ দিয়ে তার ২ ছেলে খালেক ও মালেক মুন্সি কৌশলে জমি রেকর্ড করিয়ে নেয় বহুপূর্বে। বিষয়টি জানতে পেরে আছর উদ্দিন মুন্সির নাতি আদম আলী হাওলাদার একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে আদালত গত বছরের ২১ আগষ্ট সে জমিতে স্থিতিস্থাপা জারি করে। কিন্তু মালেক মুন্সির ছেলে দেলোয়ার ও নাতি রাষ্ট্রপতির পাইলট পরিচয় দান কারী পুলিশের সার্জেন্ট নিজাম হোসেন প্রভাব খাটিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সরেজমিন গিয়ে দেলোয়ার হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। এ সময় তার সার্জেন্ট ছেলে নিজাম জানান, আদালতের নিষাধাজ্ঞার কোন কাগজ তাদের হাতে পৌছায়নি। যদি আদালত নিষেধাজ্ঞা জারি করে তবে অবশ্যই পুলিশ বা সংশিষ্ট কেউ তা আমাদের হাতে পৌছাবে। তদুপরি যদি আমরা আদালতকে অবমাননা করি তখন পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।