দাউদকান্দিতে ৩ দিন ব্যাপী বাউল মেলা শুরু

মাহ্ফুজ ইসলাম শিপ্লু, দাউদকান্দি ॥ আজ শনিবার থেকে দাউদকান্দির ৩শত বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু হচ্ছে। দাউদকান্দি উপজেলার বাড়ৈকান্দি গ্রামে ৩শ বছর যাবত চলে আসা ঐতিহ্যবাহী বাউল মেলার অপেক্ষায় থাকে বাড়ৈকান্দিসহ আশেপাশের পেন্নাই, হরিপুর, ইছাপুর, তিনচিটা, জিংলাতলী,নোয়াগাও, মানিককান্দি , মলয় ও বিটেশ্বরবাসী। এ মেলা চলবে শনিবার থেকে সোমবার পর্যন্ত। মেলায় আকর্ষণ থাকে পুতুলনাচ, চরকি খেলা, বাশের বাশি, ঝুনঝুনি, রংবেরঙের বেলুন ও হড়েক রকম খেলনা সহ কুটির শিল্পের খেলনা সামগ্রী। তিনচিটা গ্রামের জাহাঙ্গীর আলম জানান, ছোটবেলায় এ মেলা থেকে মাটির তৈরি ব্যাংক কিনে সেই ব্যাংকে সাড়া বছর টাকা জমাতাম পড়ের মেলায় তা খরচ করতাম। এভাবেই চলত বছরের পর বছর। ইটাখোলা গ্রামের হরেকৃষ্ণ বলেন বাউলের মেলার কদমা, মুরুলি, নিমকি, তীলের খাজা ও খেজুরের গুড়েরর সন্দেশের ঘ্রাণ এখনো নাকে লাগে। মেলার কাছে রয়েছে হরিমন্দির আশ্রম। আশ্রমের তত্ত্বাবধায়ক বৃদ্ধ প্রমদ বাউল জানান বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের আগরতলা ত্রিপুরা বিশাল গড় ও কলকাতা থেকে ভক্তরা এখানে আসেন।