বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পবিপ্রবি ছাত্রের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম সাজ্জাদ পারভেজ সৈকত। সে প্রবিপ্রবির মাস্টার্স শেষ পর্বের ছাত্র। তার পিতা মৃত আবু তাহের এবং মা চহঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিরন নেছা আফরোজ। শনিবার সন্ধ্যায় নগরীর কাশিপুরের আব্দুল্লাহ সড়কের নাসের কটেজে এই দূর্ঘটনার ঘটনা ঘটে।

জানা গেছে, নব নির্মিত তৃতীয় তলা ভবনের ছাদে দাঁড়িয়ে সৈকত হোর্স পাইপের সাহায্যে ভবনে পানি দিচ্ছিল। এসময় পানি ছিটে ভবনের পাশ দিয়ে চলে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাইভোল্টেজের কারনে একপর্যায়ে বিদ্যুতের তার তাকে টেনে ছিটকে ফেলে দেয়। এ সময় বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা ছাদের ওপর থেকে সৈকতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।