গৌরনদীর দু’সাংবাদিককে হুমকি ও জিডি করায় প্রেসক্লাবে প্রতিবাদ সভা

গৌরনদী সংবাদদাতা ॥ প্রকাশিত সংবাদের জেরধরে গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মিন্টু গৌরনদীর এক সিনিয়র সাংবাদিককে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে জীবন নাশের হুমকি প্রদান ও ওই সাংবাদিকসহ দু’সাংবাদিকের বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করার প্রতিবাদে আজ শনিবার সকালে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আসাদুজ্জামান রিপন, সহসভাপতি এইচ.এম নাসির উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ এস.এম জুলফিকার, দপ্তর সম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লব, প্রচার সম্পাদক এম.আলম, সদস্য খোকন আহম্মেদ হীরা, আমিন মোল্লা, মনীষ চন্দ্র বিশ্বাস, উত্তম দাস প্রমূখ।

বক্তারা যুবদল নেতা মিন্টু কর্তৃক এক সাংবাদিকে গালিগালাজ ও হুমকি দেয়ার পর উল্টো ওই সাংবাদিকসহ দুই সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মিথ্যা সাধারন ডায়রী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, দুই সাংবাদিকের বিরুদ্ধে যুবদল নেতা বদিউজ্জামান মিন্টুর দায়েরকৃত জিডি পুলিশ তদন্ত করে কোন সত্যতা পায়নি। এ মর্মে একটি সাধারন ডায়রী করা হয় (যার নং  ৫২৫, তারিখ-১৩/১/২০১২ ইং)।

প্রতিবাদ সভা শেষে প্রেসক্লাবের সম্পাদক মোঃ আহসান উল্লাহর পুত্র ও আল-হেলাল দাখিল মাদ্রসার অষ্টম শ্রেনীর মেধাবী ছাত্র মোঃ নাঈম মিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।