গৌরনদীতে নৃত্য শিল্পীর ওপর সন্ত্রাসী হামলা – ক্লাব ভাংচুর

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীর বহুল আলোচিত নৃত্য শিল্পী ফরিদ ও তার ক্লাবের সদস্যদের ওপর সন্ত্রাসীরা রবিবার (১৫ জানুয়ারি) রাতে হামলা চালিয়েছে। এসময় হামলাকারী সন্ত্রাসীরা ফরিদের মর্ডান ড্যান্স একাডেমীতে ব্যাপক ভাংচুর করে লুটপাট করে। গুরুতর আহত ড্যান্স মাষ্টার ফরিদকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত ফরিদ জানায়, রবিবার সন্ধ্যার পর উপজেলার টরকী বন্দর সংলগ্ন লাখেরাজ কসবা এলাকার তার মর্ডান ড্যান্স একাডেমীতে সে ও তার ক্লাবের সদস্যরা ড্যান্সের প্রাকটিস করছিলেন। প্রাকটিস চলাকালীন স্থানীয় মিজান আকনের বখাটে পুত্র মেহেদী আকন ও তার সহযোগীরা জুতা পায়ে ক্লাবের ভেতরে প্রবেশ করে। ফরিদ জুতা বাহিরে রেখে ক্লাবে প্রবেশ করার জন্য অনুরোধ করায় মেহেদী ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে মেহেদী ও তার ৭/৮ জন সহযোগীরা অর্তকিত ভাবে ফরিদ ও তার ক্লাবের সদস্য এনায়েত হোসেন বেপারীকে মারধর করে আহত করে। হামলাকারীরা ড্যান্স মাষ্টার ফরিদ বেপারীকে পাশ্ববর্তী পুকুরে ফেলে চুবিয়ে হত্যার চেষ্ঠা চালায়। এসময় তার (ফরিদের) ডাকচিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজনে এগিয়ে এসে মুর্মুর্ষ অবস্থায় ফরিদকে উদ্ধার করে। হামলাকারীরা ফরিদের ড্যান্স ক্লাবে ব্যাপক ভাংচুর করে সাউন্ড সিষ্টেমসহ অন্যান্য মূলবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।

খবর পেয়ে গৌরনদী সার্কেলের এএসপি মোঃ সাইদুর রহমান-পিপিএম, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ওইদিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।