বরিশালে ২৬’শ রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকদের ধর্মঘট পালিত

নিজস্ব সংবাদদাতা ॥ চাকরি সরকারি করনের দাবিতে বরিশাল বিভাগের ২৬’শ রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট কর্মসূচী পালন করেছে শিক্ষকেরা। সোমবার পর্যন্ত দু’দিনব্যাপী তালা ঝুলিয়ে ক্লাশ বর্জন কর্মসূচী পালন করায় বছরের শুরুতেই এসব স্কুলের শিক্ষার্থীদের পাঠদান ব্যহৃত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার (১৫ জানুয়ারি) থেকে জাতীয় (রেজিঃ) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে সোমবার পর্যন্ত স্কুলে তালা ঝুলিয়ে শিক্ষকেরা ধর্মঘট কর্মসূচী পালন করেন। শিক্ষক ঐক্য পরিষদের বরিশাল মহানগর শাখার সম্পাদক একরামুল হোসেন বাবুল জানান, একযোগে বাংলাদেশের ২৩ হাজার ৯’শ ৮৮টি রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয়ে এ ধর্মঘট কর্মসূচী পালিত হয়েছে। বরিশাল বিভাগের ২৬’শ রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে গত দু’দিন ধরে একই কর্মসূচী পালন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।