সাংবাদিক পুত্র নাঈমকে বাঁচাতে হাত বাড়িয়ে দিন

গৌরনদী ডটকম ॥ প্রিয় পাঠক, একজন কলম সৈনিকের স্কুল পড়ুয়া মেধাবী পুত্র ও ক্ষুদে ক্রিকেটারের নাম হচ্ছে মোঃ নাঈম মিয়া Naiem Mia(১৪)। বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর পালরদী মহল্লার বাসিন্দা ও গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক মোঃ আহছান উল্লাহর ছোট পুত্র নাঈম।

বর্তমানে সে (নাঈম) বোন ক্যান্সার (হাঁড়ের ক্যান্সার) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। অর্থাভাবে তাকে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা। এমতাবস্থায় নাঈমের উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা সমাজের মহানুভব সমাজপতি ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাহাষ্য ও সহযোগীতা কামনা করেছেন। গৌরনদী সদরের আল-হেলাল একাডেমীর নবম শ্রেনীর মেধাবী ছাত্র ও ক্ষুদে ক্রিকেটার নাঈম মিয়া।

সাংবাদিক আহছান উল্লাহ জানান, গত দু’মাস পূর্বে নাঈমের ডান পায়ে ব্যাথা অনুভব হলে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়। গৌরনদী ও বরিশালের চিকিৎসকের পর তাকে (নাঈমকে) ঢাকার ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ কামরুজ্জামানের অধীনে নাঈমকে চিকিৎসা করানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা শেষে নাঈমের বোন ক্যান্সার রোগ ধরা পরে। চিকিৎসক জানিয়েছেন, ভারতের মাদ্রাজে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে আরোগ্য পাওয়া সম্ভব। কিন্তু উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। এতো টাকা জোগার করা নাঈমের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পরেছে। তাই তারা সমাজের মহানুভব সমাজপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য ও সহযোগীতা কামনা করেছেন।

সাহায্য পাঠাবার ঠিকানা: গৌরনদী প্রেসক্লাব, সঞ্চয়ী হিসাব নং-১৮৬৪৭, অগ্রনী ব্যাংক গৌরনদী শাখা, বরিশাল।
সরাসরি যোগাযোগ: মোবাইল-০১৭৫৮-৬৭৪৪৫২।

অপরদিকে প্রবাসী জনদরদীদের কাছে সাংবাদিক পূত্র নাঈমকে বাঁচাতে সাহায্যের জন্য আবেদন করেছেন হংকং প্রবাসী সরদার দিদার। একবিবৃতিতে তিনি (সরদার দিদার) বলেন, যার যার অবস্থান থেকে সাংবাদিক আহছান উল্লাহর মেধাবী পুত্র নাঈমের উন্নত চিকিৎসার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।