বরিশালে উগ্রপন্থি জঙ্গী হিযবুত তওহীদের সাত সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর রুপাতলী ও উজিরপুর উপজেলার চৌধুরীহাট বাজার থেকে র‌্যাব সদস্যরা সোমবার রাতে পৃথক ভাবে অভিযান চালিয়ে উগ্রপন্থি জঙ্গী সদস্য সন্দেহে হিযবুত তওহীদের ৭ সদস্যকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদী দাজ্জাল বই, দাজ্জাল ভিডিও সিডি, হিযবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে লেখা চটি বই, জিহাদী চটি বই, লিফলেট ও স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটা ও আটটার দিকে র‌্যাবের দুটি পৃথক দল পৃথকভাবে অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার গাজীরপাড় গ্রামের মৃত তছলিম উদ্দিন খলিফার পুত্র হিযবুত তওহীদের সক্রিয় সদস্য আব্দুর রব মিস্ত্রি (৫২), নরসিংহা গ্রামের আবুল হোসেন হাওলাদারের পুত্র শফিকুল ইসলাম (২২), মালিকান্দা গ্রামের মৃত এম.এ জালাল মৃধার পুত্র জহুরুল ইসলাম টুকু (২৩), চাওলাহার গ্রামের সাহেব আলী হাওলাদারের পুত্র হানিফ হাওলাদার (৫৫)। নগরীর রুপাতলী গাউছিয়া সড়কের শফিকুল ইসলাম মল্লিকের পুত্র আল-আমিন মল্লিক (২৪), সুমন মল্লিক (২২) ও খুশী আক্তারকে (২৪) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে হিজবুত তওহীদের বিপুল পরিমান জিহাদী দাজ্জাল বই, দাজ্জাল ভিডিও সিডি, হিযবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে লেখা চটি বই, জিহাদী চটি বই, লিফলেট ও স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।

সূত্র আরো জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উজিরপুরের চৌধুরীহাট বাজারে হিজবুত সংগঠনের দাজ্জাল সিডি, দাজ্জাল বই ও জিহাদী লিফলেট বিতরনকালে র‌্যাবের একটি দল সন্ধ্যা সাতটার দিকে ওই বাজারে অভিযান চালায়। অভিযানে র‌্যাব সদস্যরা হিযবুত তওহীদের ৪ সদস্যসহ ৬টি দাজ্জাল বই, ১৮টি দাজ্জাল ভিডিও সিডি, ৯টি হিযবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্য লেখা চটি বই, ১০টি জিহাদী চটি বই, ২৩টি লিফলেট ও ২টি স্কুল ব্যাগ উদ্ধার করে। পরে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ৮টার দিকে র‌্যাবের অপর একটি দল নগরীর রুপাতলী গাউছিয়া সড়কের আল-আমিন মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে মহিলাসহ তিনজনকে আটক করে। ওই তিনজনের কাছ থেকে ৩ টি দাজ্জাল বই, ৪৫ টি দাজ্জাল ভিডিও সিডি, ৯৫ টি হিজবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্য লেখা চটি বই, ১২৫ টি জিহাদী চটি বই, ১৩৭টি হিযবুত তওহীদের অন্যান্য চটি বই, সংগঠনের ২০টি ক্যালেন্ডার, ৩’শ টি জিহাদী লিফলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে ধর্মভীরু সহজ সরল অল্পশিক্ষিত মানুষদেরকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রচার চালিয়ে আসছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। র‌্যাব-৮’র কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।