দশমিনার গৃহবধূ শারমিন হত্যাকান্ড – আগৈলঝাড়ায় দেবর গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ পটুয়াখালীর দশমিনায় গৃহবধূ শারমিন হত্যাকান্ডের ঘটনায় বরিশালের আগৈলঝাড়া থেকে গত সোমবার (১৬ জানুয়ারি) পুলিশ নিহত গৃহবধূর দেবরকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, আগৈলঝাড়ার জবসেন গ্রামের সৈয়দ আলী পাইকের পুত্র ওমর আলী পাইক (৩০) গত ৭ বছর পূর্বে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের গোলাম মোস্তফার কন্যা ঢাকার গার্মেন্ট কর্মী শারমিন বেগমকে (২৫) ঢাকায় বসে বিয়ে করে। এর কিছুদিন পর প্রথম স্ত্রীকে না জানিয়ে ওমর আলী একই গ্রামের আমজেদ পাইকের কন্যা নাজমাকে দ্বিতীয় বিয়ে করে। এরইমধ্যে গত ২ জানুয়ারি ওমর আলী ঢাকা থেকে তার প্রথম স্ত্রী শারমিনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। গত ১২ জানুয়ারি পটুয়াখালীর দশমিনা থানার রাস্তার পার্শ্ব থেকে পুলিশ হাত কাটা বিভৎস এক মহিলার লাশ উদ্ধার করে। লাশের সাথে থাকা একটি কাগজে মোবাইল নম্বর থেকে ফোনে পুলিশ শারমিনের পরিচয় উদ্ধার করে। এ ঘটনায় শারমিনের বাবা গোলাম মোস্তফা বাদি হয়ে দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার এজাহারভূক্ত আসামি (নিহত শারমিনের দেবর) পিয়ার আলীকে সোমবার রাতে আগৈলঝাড়া উপজেলা সদর থেকে গ্রেফতার করেছে।