উজিরপুরে অগ্নিসংযোগের ঘটনায় একজন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলা গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের এক দিনমজুরের সম্পত্তি দখলকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ, দুটি বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বুধবার (১৮ জানুয়ারি) রাতে উজিরপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার সকালে এজাহারভূক্ত আসামি মন্টু বিশ্বাসকে গ্রেফতার করেছে।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুকুমার রায় বলেন, হামলা পাল্টা হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। পুলিশ জামাল বিশ্বাসের দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি মন্টু বিশ্বাসকে গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, পশ্চিম সাতলা গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের নবকুমার বিশ্বাসের পুত্র শান্ত বিশ্বাসের পৈত্রিক সম্পত্তি জবর দখল করাকে কেন্দ্র করে গ্রামবাসী ও একই গ্রামের প্রভাবশালী খালেক বিশ্বাসের পুত্র ভূমিদস্যু ইউনুস, জামাল হোসেন ও তাদের লোকজনের সাথে বুধবার ১৮ (জানুয়ারি) কয়েক দফায় হামলা, পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যু জামাল ও ইউনুস বিশ্বাসের বতস ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে অগ্নিসংযোগ করে।