নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে ১৪৪ ধারা জারি

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করেছেন স্থানীয় প্রশাসন। নির্বাচনকে সামনে রেখে ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দিলে ওইদিন (বৃহস্পতিবার) সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের উপস্থিতিতে শান্তি সভার আয়োজন করা হয়। সভা চলাকালীন এক পক্ষ আরেক পক্ষর ওপরে ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরিস্থিতি শান্ত করতে ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছিলো গত ১৮ জানুয়ারি। এরইমধ্যে ওই স্কুলের সভাপতি প্রার্থী হিসেবে নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্থানীয় অলক বণিক নিজেদের প্রার্থী ঘোষনা করেন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে স্কুলের শতবর্ষ পূর্তি পালন উপলক্ষে স্কুল মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। একই সময় একইস্থানে সভার আয়োজন করেন সভাপতি প্রার্থী গোলাম হাফিজ মৃধা। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করেন। এ নিয়ে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরলে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গনে শান্তি সভার আয়োজন করা হয়। সভা চলাকালীন সভাপতি প্রার্থী অলক বণিকের সমর্থকেরা প্রতিপক্ষ গোলাম হাফিজ মৃধার সমর্থকদের ওপর ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরিস্থিতি শান্ত করতে ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে সাতটা) ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।