প্রতারকদের খপ্পড় থেকে রোগীদের রক্ষায় শেবাচিমে সাউন্ডবক্স স্থাপন

নিজস্ব সংবাদদাতা ॥ প্রতারকদের হাত থেকে রোগী ও স্বজনদের রক্ষায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বসানো হচ্ছে শ্লোগান সম্বলিত সাউন্ডবক্স। চলতি মাসের মধ্যেই হাসপাতালের জরুরী বিভাগ, মহিলা ওয়ার্ড, গাইনী ওয়ার্ড, শিশু ওয়ার্ডসহ ৫টি স্থানে বিভিন্ন শ্লোগান সম্বলিত সাউন্ডবক্স চালু হবে।

৫শ’ শয্যার এ হাসপাতালে প্রতিনিয়ত ভর্তি থাকে সহস্রাধিক রোগী। আবার রোগীর চেয়ে ভিজিটরের সংখ্যা থাকে বেশী। এ কারনে স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তার উপর আবার প্রায়ই ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। সহজ-সরল রোগীর দালালের খপ্পড়ে পড়ার ঘটনাও অহরহ। সার্বিক দিক বিবেচনা করে হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুর রশীদ শ্লোগান সম্বলিত সাউন্ডবক্স চালুর সিদ্ধান্ত নেন। তিনি জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সাউন্ডবক্স চলবে।

শ্লোগানগুলোর মধ্যে রয়েছে- দালালদের খপ্পড়ে কেউ পড়বেন না, দালালরা কাউকে উপকার করতে পারে না।

হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নির্ধারিত ফি রশিদ ছাড়া কাউকে দিবেন না,

অপরিচিত লোকের খাবার খাবেন না,

অপরিচিত লোক আপনার মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা, মোবাইল সেট নিয়ে যেতে পারে,

যেখানে সেখানে পানের পিক, থুথু ফেলবেন না।