বরিশালে আবারো টিসিবি’র পন্য বিক্রি শুরু

উম্মে রুমান, বরিশাল ॥ বরিশালে আবার শুরু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি)’র পন্য বিক্রি। জেলা ও নগরীতে টিসিবি’র ১৫০ জন ডিলার থাকলেও প্রথম দিন বৃহস্পতিবার মালামাল উত্তোলন করেছেন মাত্র ৭ জন। বাকী ১৪৩ জন ডিলারের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৫৪ জন এবং জেলায় রয়েছে ৯৬ জন।

প্রথমদিন নগরীর মাত্র ২ জন ডিলার এবং জেলার মাত্র ৫ জন ডিলার পন্য উত্তোলন করেছেন। পণ্যের মধ্যে রয়েছে চিনি, তেল এবং ডাল। প্রতি কেজি চিনি ৫৩ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা এবং ১১৫ টাকা, মশুর ডাল দেশী ৭০ টাকা ও ভারতীয় ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি জন ভোক্তা ৫ কেজি চিনি, ৪ কেজি মশুর ডাল এবং ১ লিটার সয়াবিক কিনতে পারবেন।

দীর্ঘদিন পর চালু হওয়ায় ডিলারদের তেমন সাড়া না পাওয়ায় এবং টিসিবি ডিলারদের দোকানে ক্রেতা সমাগম কম হওয়ায় টিসিবি কর্র্তৃপক্ষ এবং ডিলারের মাঝে হতাশা বিরাজ করছে। টিসিবি’র বরিশাল অফিস প্রধান ইসমাইল মজুমদার জানান, এ কার্যক্রম চলবে ২৬ জানুয়ারী পর্যন্ত।