রোজিনা নাম নিয়ে বিভ্রান্তি…..

গৌরনদী অফিস ॥ তুচ্ছ ঘটনার জেরধরে গত ১৮ মে প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের বাবুল হোসেনের স্ত্রী রোজিনা বেগম (২২)। এ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ নিয়ে ওই এলাকায় নানা ধুম্রজালের সৃষ্টি হয়েছে। আর এতে করে নাম নিয়ে চরম বিভ্রান্তিতে পরেছেন একই গ্রামের ইউপি সদস্যা বারেক কবিরাজের স্ত্রী রোজিনা বেগম (৪০)।
খোঁজ নিয়ে জানা গেছে, বার্থী ইউনিয়ন পরিষদের সদস্যা রোজিনা বেগমকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য তার প্রতিপক্ষের লোকজনে প্রকাশিত সংবাদের পত্রিকা ফটোকপি করে এলাকায় বিতরন করে ইউপি সদস্যা রোজিনার নামে নানা কুৎসা রটিয়েছেন। আর এতে করেই নামের মিল থাকায় বিভ্রান্তিতে পরতে হয় ইউপি সদস্যা রোজিনা বেগমকে। প্রকৃতপক্ষে আহত রোজিনার বয়স হচ্ছে মাত্র ২২ বছর আর তার স্বামীর নাম বাবুল হোসেন। আর ইউপি সদস্যা রোজিনার বয়স হচ্ছে ৪০ বছর তার স্বামীর নাম হচ্ছে বারেক কবিরাজ। সে কথা কে-ই-বা শোনে, রোজিনা নামতো রয়েছে। এই নাম নিয়েই যত বিভ্রান্তি। বিষয়টি নিয়ে ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।