বিরোধপূর্ণ নলচিড়া স্কুলের সভাপতি পদে নির্বাচন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা ॥ অবশেষে নানা জল্পনা কল্পনার মধ্যদিয়ে গৌরনদীর নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিরোধ নিরসনের জন্য সভাপতি নির্বাচিত করা হয়েছে সৈয়দ সালাউদ্দিন মির্জাকে। গত কয়েকদিন যাবত ওই বিদ্যালয়ের সভাপতির পদ নিয়ে গোলাম হাফিজ মৃধা ও অলক বণিকের সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। নির্বাচন নিয়ে একইস্থানে দু’পক্ষের সভা আহবান করায় সংঘর্ষের আশংকায় গত ১৯ জানুয়ারি নলচিড়া হাইস্কুল মাঠে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। ওইদিন রাতে এনিয়ে নলচিড়া হাইস্কুলে শান্তি বৈঠকে বসেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন-সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা। সেখানে সংসদ সদস্যর উপস্থিতিতে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সভাপতি প্রার্থী অলক বণিকের সমর্থকেরা। তারা হামলা চালিয়ে অপর সভাপতি প্রার্থী হাফিজ মৃধার সমর্থকদের তিনটি মটরসাইকেল ভাংচুর করে। ফলে গোটা এলাকায় আতংক ছড়িয়ে পরে যে কারনে ওইদিনের সমঝোতা বৈঠক ব্যর্থ হয়। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে পুনরায় গৌরনদীতে সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর উদ্যোগে আলোচনা বৈঠকে বসা হয়। সেখানে দু’জন প্রার্থীর পরিবর্তে সৈয়দ সালাউদ্দিন মির্জাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।