মাদকে ভাসছে বরিশাল নগরী

বরিশাল সংবাদদাতা ॥ মাদক ব্যাবসায় জড়িয়ে পরছে যুবক ও কিশোররা। নগরীর বেশীরভাগ স্থানে শিশু-কিশোরদের দিয়ে মাদক বিক্রি করাচ্ছেন এক শ্রেনীর অসাধূ লোক। আর এসব অসাধু ব্যক্তিদের সহায়কা দিচ্ছেন রাজনৈতিক ছত্র-ছায়ায় থাকা এক শ্রেনীর নেতা-কর্মীরা। বিনিময়ে তারা গ্রহন করছেন প্রতিদিন ১টি বা ২টি করে ফেন্সিডিল, ইয়াবা কিংবা শতখানেক টাকা।

মাদক ব্যাবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্যদের তালিকায় রয়েছে নগরীর কাউনিয়া জালিয়া বাড়ির পোল এলাকার তুহিন ওরফে হিরু তুহিন। তুহিনের সহযোগী হিসেবে রয়েছে তুহিনের কাঠের গোলার কর্মচারীরা। তার সহযোগীদের মধ্যে আরও রয়েছে রাজিব, কলেজ রো এলাকার শিপন, সজিব, মিরাজ, আকাশ, ফেন্সি হারুনের ছেলে আকাশ, কালিবাড়ি রোডের ব্যানার্জির ছেলে মিলন, শ্রীনাথ চ্যাটার্জী লেনের মলয় ওরফে ছোট মলয়। ফকির বাড়ি রোড থেকে কালীবাড়ি রোডে বিক্রি করছেন রেজাউল, কাউনিয়া ছোট মিয়ার গলিতে সাগর ওরফে তৈল সাগরের ফেন্সিডিল বিক্রি করছেন রেজাউল, তলকা, কাউনিয়া প্রধান সড়কের বিক্রেতা সোহেল ওরফে মীরা সোহেলকে অবশ্য সর্বশেষ সারে ৪লাখ টাকার হেরোইন সহ আটক করা হয়েছে। এ ছাড়া কালীবাড়ি রোড এলাকার রয়েছে মিলন নামের এক ভিআইপি মাদক বিক্রেতা। তবে সব জায়গায় মাদক বিক্রি করে না মিলন। গ্রামীন ফোন ও বাংলা লিংকের ফেন্সিডিল খোর অফিসাররা মিলনের কাষ্টমার। মিলনের সহযোগী হলেন কুট্রি ওরফে সোনা কুট্রি, হ্নদয়, অমি ও শাকিল। বর্তমানে মাদক জগতের সম্রাটে রুপান্তর হয়েছে নগরীর এক সময়কার স্বনামধন্য ব্যাবসায়ী বাবলু খান, যাকে এ জগতের ফেন্সি খোররা বর্তমানে সংক্ষেপে ফেন্সি খান উপাধি দিয়েছে।