শীতের রাতে রাস্তায় দাঁড়িয়ে থেকে গৌরনদীবাসী আমাকে ঋনী করেছে -শিক্ষা মন্ত্রী নাহিদ

নিজস্ব সংবাদদাতা ॥ শীতের রাতে হাসনাত ভাইসহ আপনারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে ঋনী করেছেন। আমি শিক্ষা ক্ষেত্রে গৌরনদীবাসীর জন্য কিছু করতে পারলেই নিজেকে ধন্য মনে করবো। আজ সোমবার রাত নয়টার দিকে গৌরনদীবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত পথসভায় কথাগুলো বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আরো বলেন, আমি দলের সামান্য একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক আমার ওপর অর্পিত দায়িত্ব দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনাদের ভালবাসা পেলে আওয়ামীলীগ সরকার শিক্ষা ক্ষেত্রে আরো অগ্রগতি করতে পারবে।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে শিক্ষামন্ত্রী সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। আজ সোমবার রাত সাড়ে নয়টার দিকে তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে পৌঁছেন। এসময় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন এবং গৌরনদীর সর্বস্তুরের জনগন উপস্থিত ছিলেন। উপস্থিতিতের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রী এক সংক্ষিপ্ত পথসভায় উল্লেখিত কথাগুলো বলেছেন।