বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মকর্তাদের অবরুদ্ধ করে অফিসে তালা ঝুঁলিয়েছে শিক্ষকেরা

নিজস্ব সংবাদদাতা ॥ আট মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকালে বিক্ষোভ মিছিল শেষে কর্মকর্তাদের অবরুদ্ধ করে অফিসে তালা ঝুঁলিয়ে দিয়েছে ১৩৬ জন বিক্ষুব্ধ শিক্ষকেরা। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে। এ নিয়ে ওই বন্দরে উত্তেজনা দেখা দিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

বিক্ষুব্ধ শিক্ষক সুমন হাওলাদার, মোস্তফা কামালসহ একাধিক শিক্ষকেরা জানান, তারা ১৩৬ জন শিক্ষক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনস্থ উপ-আনুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের আওতাধীন ব্রিজ সংস্থার পিএলসিইএইচডি-২ কর্তৃক পরিচালিত বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৪টি ওয়ার্ডের উপ-আনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রে কর্মরত রয়েছেন। এরই মধ্যে তাদের আট মাসের বকেয়া বেতন, জ্বালানি বিল, পত্রিকা বিলসহ প্রায় ৩০ লক্ষ টাকা বকেয়া পরে। বকেয়া বিলের জন্য তারা ব্রিজ সংস্থার গৌরনদী উপজেলার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রুহুল আমীনের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোন সুফল পাননি। উপায়অন্তুর না পেয়ে ১৩৬ জন শিক্ষকেরা বুধবার সকাল সাড়ে দশটার দিকে বিক্ষোভ মিছিল বের করে ব্রিজ সংস্থার উপজেলা শাখার বাটাজোর অফিসের ব্রাঞ্চ ম্যানেজার রুহুল আমীনসহ অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন বাবুল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। একপর্যায়ে বিক্ষুব্ধরা ব্রিজের ব্রাঞ্চ অফিসে তালা ঝুলিয়ে দেয়। ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বাবুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমি বাটাজোর বন্দর সংলগ্ন দাদন মিয়া বাড়িতে অবস্থিত ব্রিজ অফিসে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করি। পরবর্তীতে বিক্ষুব্ধরা বকেয়া বেতনের দাবিতে অফিসে তালা ঝুলিয়ে দিয়ে আমার কাছে চাবি গচ্ছিত রেখেছে। বিক্ষুব্ধ শিক্ষকেরা জরুরি ভিত্তিতে তাদের বকেয়া বেতন পাওয়ার দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।