নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার মোঃ বেলায়েত হোসেন ওরফে লোকমান সিকদারকে (৩৮) গ্রেফতার করেছে। ওইদিন দুপুরে কড়া পুলিশ প্রহরায় গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর চারটার দিকে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় আন্তঃজেলা ডাকাত সর্দার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি, সর্বহারা কামরুল গ্রুপের আঞ্চলিক নেতা বেলায়েত হোসেন ওরফে লোকমান সিকদারকে কালকিনির থানার আন্ডারচর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গৌরনদী থানার উপ-পরিদর্শক অসিম কুমার সিকদার জানান, গত শনিবার উপজেলার কুনিয়ারকান্দি গ্রামের সৌদী প্রবাসী কুদ্দুসু বোপারীর বাড়িতে ডাকাতির ঘটনার প্রধান হোতাই হচ্ছে গ্রেফতারকৃত বেলায়েত। ধৃত বেলায়েতের বিরুদ্ধে কালকিনি ও মুলাদী থানায় পৃথক দুটি হত্যা মামলা, গৌরনদী ও আগৈলঝাড়া থানায় দুটি ডাকাতি মামলাসহ গৌরনদী, আগৈলঝাড়া ও কালকিনি থানায় একাধিক জিডি রয়েছে।