আগৈলঝাড়ার চোর চক্রের মূলহোতা পান্না গ্রেফতার

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের তালিকাভূক্ত চোর চক্রের মূলহোতা পান্না পাইককে বুধবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। পান্নার গ্রেফতারের সংবাদের এলাকায় স্বস্থি ফিরে আসে।

আগৈলঝাড়া থানার এস.আই মোঃ জহিরুল ইসলাম জহির জানান, গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের শহিদুল ইসলাম ওরফে চেরাগালি পাইকের পুত্র পান্নার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। গত বছরের ১১ নবেম্বর সে (পান্না) মুড়িহার গ্রামের মৃত ইসমাইল সরদারের পুত্র বাদল সরদারের বাড়িতে দুর্ধর্ষ চুরির পর এলাকা থেকে আত্মগোপন করে। ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মুড়িহার এলাকা থেকে পান্না পাইককে (২৬) গ্রেফতার করা হয়। পুলিশের অপর একটি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত পান্নার বিরদ্ধে ঢাকায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি ও মাদক আইনে বরিশালসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।