সাবেক প্রধান বিচারপতি এম.এ আজিজের ভাগ্নে ধর্ম মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় ধৃত – এলাকা জুরে তোলপাড়

আগৈলঝাড় সংবাদদদাতা ॥ সাবেক সিইসি, প্রধান বিচারপতি এম.এ আজিজের বড় বোনের পুত্র বাগধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রায়াত আবুল কালাম হাওলাদারের পুত্র বাগধা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পিন্টু হাওলাদার (৪৫) ধর্ম মেয়ে ডেকে পরকীয়া আসক্ত হয়ে আপত্তিকার অবস্থায় ধরা পরে এলাকা জুরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে মোটা অংক নিয়ে মিশনে নেমেছে কয়েক চিহ্নিত দালাল।

অভিযোগ, সরেজমিন, ভূক্তভোগী ও প্রতক্ষ্যদর্শী সুত্রে জানাগেছে, সাবেক সিইসি ও প্রধান বিচারপতি এম.এ আজিজের বড় বোনের ছোট পুত্র বাগধা ইউনিয়নের প্রায়ত চেয়ারম্যান মৃত: আবুল কালাম হাওলাদারের প্রভাবশালী পুত্র পিন্টু হাওলাদার (৪৫) একই গ্রামের দিন মজুর চাঁন মিয়ার স্ত্রী দু’ই সন্তানের জননী কহিনুর বেগম (৩০)কে ধর্ম মেয়ে ডেকে র্দীঘ দিন যাবৎ অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কহিনুরের স্বামী চাঁন মিয়া ঢাকায় সিএনজি চালক। স্বামীর অবর্তমানে পিন্টু প্রায়ই কহিনুরের ঘরে রাত্রী যাপন করে। এঘটনায় ওই বাড়ি ও প্রতিবেশীরা আপত্তি তুললেও প্রভাবশালী পিন্টুর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারেনি কেউ। গত ২৫ জানুয়ারী বুধবার দিবাগত রাতে কহিনুরের শয়ন কক্ষে পিন্টু রাত্রী যাপন করতে গেলে এলাকার লোকজন আপত্তিকর অবস্থায় তাদের ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে ইউপি সদস্য ইউনুস মিয়া, চৌকিদার, দফাদার সরেজমিন উপস্থিত হয়ে ঘটনা প্রতক্ষ্য করে। এঘটনা স্থানীয়ভাবে সমাধানের জন্য গন্যমান্যরা রাতেই উপস্থিত হয় ওই বাড়িতে। পরের দিন বৃহস্পিবার দুপুর পর্যন্ত স্থানীয় পর্যায় চুড়ান্ত সমাধান দিতে না পাড়ায় পিন্টু ও কহিনুরকে তাদের অভিভাবকদের নিকট থেকে মুচলেকা রেখে জিম্মায় দেওয়া হয়।

সুত্রে জানা যায় সংবাদ পেয়ে থানা পুলিশ সরেজমিন ওই এলাকায় গেলেও লিখিত অভিযোগ না পাওয়ায় পুলিশ আইনগত পদক্ষেপ নিতে পারেনি। এঘটনাকে ধামাচাপা দিতে সাংবাদিক, প্রশাসন ও বিভিন্ন মহলকে ম্যানেজ করতে পিন্টুর নিকট থেকে মোটা অংক হাতে নিয়ে মিশনে নেমেছে ওই এলাকার চিহ্নিত এক প্রভাবশালী যার নামের আদ্য অক্ষর বা। এঘটনা লোকমুখে ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়লে ব্যাপক ভাবে তোলপাড় শুরু হয় গ্রাম থেকে উপজেলা সদর পর্যন্ত।

পিন্টুর বিরুদ্ধে বিগত জোট সরকার ক্ষমতা আসার পর ওই এলাকার আওয়ামীলীগ সমর্থক ও সংখ্যালঘু নির্যাতনের এন্তার অভিযোগ রয়েছে। কহিনুরের স্বামী চাঁন মিয়া সাংবাদিকদের জানান, পিন্টুর লোকজন তাকে প্রকাশ্য ভয়ভীতি দেখাচ্ছে মামলা না করা জন্য। অসহায় চাঁন মিয়া আক্ষেপ করে বলেন, আমি গরিব মানুষ পিন্টু ও তার আত্মীয়রা প্রভাবশালী টাকা-পয়সাওয়ালা তাদের বিরুদ্ধে নালিশ জানিয়ে আমি বিচার পাব কি?