বরিশাল বিএনপিতে ছোট হয়ে আসছে কামাল গ্রুপ – ঘরে বসে আর রাজনীতি করতে চাই না- রাশেদ

শাহীন হাসান, বরিশাল ॥ ছোট হয়ে আসছে কামাল গ্রুপ। বরিশাল বিএনপির গ্রুপিং রাজনীতির খেলায় সরোয়ার গ্রুপের পাল্লা আরও ভারী করলো জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দীর্ঘদিন কামালের বিশ্বস্ত সঙ্গী রাশেদুজ্জামান রাশেদ। শনিবার সন্ধ্যায় তিনি প্রায় শতাধিক নেতাকর্মী সহকারে সাংসদ সরোয়ারের বাস ভবনে যান এবং জানান দেন ভুল পথে হেঁটেছিলেন তিনি এতদিন। এ সময় যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ আরো বলেন, ছাত্রদলের ওয়ার্ড পর্যায় থেকে রাজনীতি করেছি; নিজের যোগ্যতায় কলেজ পর্যায় পেরিয়ে ছাত্রদলে যুগ্ম আহবায়ক হয়েছি। বর্তমানে দেশের ক্রান্তিলগ্নে আজ জিয়া পরিবার ধ্বংসের মুখে। তাই বরিশালে এর প্রতিবাদ জানাতে হলে ঘরে বসে আর ঢাকায় বসে রাজনীতি করলে দলকে রক্ষা করা সম্ভব নয়। অর্থাৎ ঘরে বসে রাজনীতি করার দিন শেষ। এখন থেকে রাজনীতি হবে মাঠে। এমপি সরোয়ারের নেতৃত্বে যে কোন কর্মসূচিতে মাঠে থাকার ঘোষণা দেন তিনি।

অপরদিকে মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, এখানে গ্রুপিং এর কোন ব্যাপার নেই, রাজনীতির স্বার্থে আজ অথবা কাল রাশেদের মত সকলের ভুল ভাঙবে এবং নেত্রীর দেখানো পথেই সকলে চলবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের আহবায়ক মাদুস হাসান মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক এইচএম তসলিম, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আখরোজা খানম নাসরিন, মশিউর রহমান মঞ্জু, রিয়াজুর রহমান রিয়াজ সহ প্রমুখ।