নুপুর হত্যা মামলায় স্বামী জাহাঙ্গীর আটক

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল বেঙ্গল বিস্কুট কারখানার কর্মী নুপুরের আত্মহত্যার ঘটনায় তার স্বামী জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে (যার নং ১৬)। এ ঘটনায় জাহাঙ্গীর আটক রয়েছে। কাউনিয়া থানায় এসআই হেমায়েল কবির তাকে আটক করে। আটককৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে নিহতের ভাই মিরাজ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে উল্লেখ করা হয়, প্রায় ১৪ বছর আগে তার বোন নুপুরের সাথে বিয়ে সহয় সদর উপজেলার চরমোনাই বুখাইনগর এলাকার আঃ রশিদ হাওলাদারের ছেলে জাহাঙ্গীরের (৪০) সাথে। বিয়ের পরপরই জাহাঙ্গীর নুপুরকে যৌতুকের জন্য নির্যাতন করত। যাতে করে নুপুর তার শ্রমের ৮০ হাজার টাকা জাহাঙ্গীরকে দেয়। এতে সে অটো রিক্সার গ্যারেজ দিয়ে ব্যবসা করে। কিন্তু হঠাৎ জাহাঙ্গীর নুপুরের কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করলে প্রায়ই তাদের মাঝে দ্বন্দ্ব বাধত। যাতে করে গত ২৬ জানুয়ারি দুপুরে তাদের মাঝে ঝগড়াঝাটির সৃষ্টি হলে ৫টার দিকে নুপুর ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গোপন সংবাদে জানা গেছে, জাহাঙ্গীরের সাথে তার শ্বশুর বাড়ির এক মেয়ের গভীর প্রেম ছিল। নুপুর নগরীর কাউনিয়া বিসিক শিল্প এলাকার চৌকিদার বাড়ির মন্নান ফকিরের মেয়ে। সে বেঙ্গল বিস্কুট কারখানায় প্যাকেটিং শ্রমিক ছিল। মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন কাউনিয়া থানার এসআই হেমায়েল কবির।