পিতার দ্বিতীয় বিবাহের কারনে এসএসসি পরীক্ষা দেয়া হলোনা মেদাকুলের মেধাবী ছাত্র সহিদের

নিজস্ব সংবাদদাতা ॥ বুধবার অন্যসব শিক্ষার্থীদের ন্যায় বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার কথাছিলো মেধাবী ছাত্র সহিদ আকনের (১৬)। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস পরীক্ষার মাত্র একদিন পূর্বে আজ মঙ্গলবার সকালে অভিমানী সহিদ চার বেয়ারার খাটিয়ায় চরে চলে গেছে মাটির কবরে। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল (সালতা) গ্রামে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের জব্বার আকনের এক পুত্র ও এক কন্যা সন্তানের মধ্যে সহিদ হচ্ছে বড়। মেধাবী ছাত্র সহিদ আকন উপজেলার গাইনেরপাড় দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী। গত সোমবার (৩০ জানুয়ারি) সহিদের পিতা জব্বার আকন প্রথম স্ত্রী ও সন্তানদের অমতে পাশ্ববর্তী কালকিনি সদরে দ্বিতীয় বিয়ে করেন। এ সংবাদ শুনে অভিমান করে সহিদ ওইদিন (৩০ জানুয়ারি) রাত নয়টার দিকে পরিবারের সবার অজান্তে বিষপান করে। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় সহিদকে প্রথমে গৌরনদী হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন রাত দশটার দিকে সহিদকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পথিমথ্যে রাত সাড়ে দশটার দিকে সহিদ মৃত্যুর কোলে ঢলে পরেন। মেধাবী ছাত্র সহিদের মৃত্যুর সংবাদ তার নিজ গ্রাম ও সহিদের সহপাঠিদের মধ্যে ছড়িয়ে পরলে পুরো এলাকা ও মাদ্রসার শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।