বিসিসি’র পরিচ্ছন্নতা বিভাগে টিম ট্রাকিং ব্যবস্থা চালু

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডর পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হয়েছে টিম ট্রাকিং বা আইডেন্টিফাই ব্যবস্থা।

সম্প্রতি বিসিসি মেয়র এ্যাড. শওকত হোসেন হিরন নগরীর পরিস্কার পরিচ্ছন্নতার উপর নজরদারি বাড়ানোর নিদের্শ প্রদান করেন। ফলে বিসিসি’র পরিচ্ছন্নতা বিভাগ এই আধুনিকায়ন ব্যবস্থা চালু করেন।  

বিসিসি’র প্রধান নিবার্হী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান, নগরীর পরিচ্ছন্নতা আরো জোরদার করার জন্য প্রায় মাস খানেক পূর্বে প্রাথমিক ভাবে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পর্যবেক্ষন করার জন্য কমিটি করা হয়। যা বর্তমানে কার্যকর রয়েছে। এর ফলাফলও বেশ সন্তোষ জনক প্রমানিত হয়েছে।

তিনি আরো জানান, গ্রামীন ফোনের টিম ট্রাকিং সফটওয়ারের মাধ্যমে এই ব্যবস্থায় বিসিসি’র  কার্যলয়ে বসে কাঙ্খিত ব্যক্তির মোবাইল ফোনের মাধ্যমে তার কর্মকান্ড সম্পর্কে জানা যাবে। পর্যায়ক্রমে এই ব্যবস্থা বিসিসি’র যানবাহনেও ব্যাবহৃত হবে বলে তিনি জানান।