ঝড়ে পড়া শিশুদের স্কুলগামী করার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী উদ্যোগ

গৌরনদী সংবাদদাতা ॥ ঝড়ে পড়া শিশুদের স্কুলগামী করার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছে গ্রাম দারিদ্র বিমোচন কমিটির নেতৃবৃন্দরা। আজ শনিবার বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঝড়ে পড়া শিশুদের নিয়ে আয়োজন করা হয় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের।

এ উপলক্ষে স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক আকুল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জল্লা ইউনিয়নের চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক প্রিয়লাল হালদার, সুবুল চন্দ্র রায়, নীলরতন বিশ্বাস। বক্তব্য রাখেন প্রতাপ বিশ্বাস, প্রভাষক খগেন্দ্রনাথ রায়, কনিকা রায়, ব্র্যাক কর্মকর্তা পবিত্র কুমার বিশ্বাস প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ঝড়ে পড়া শিশুদের স্কুলগামী করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়।