মেহেন্দিগঞ্জের কাজিরহাট টু মিয়ারহাট সড়কের বেহালদশা – সংস্কারের উদ্যেগ নেই

নিজস্ব সংবাদদাতা ॥ মেহেন্দিগঞ্জের পশ্চিম এলাকার কাজিরহাট থেকে মিয়ারহাট সড়কের দুই বছর যেতে না যেতেই ভেঙ্গে গেছে লাভ মান হচ্ছে কন্ট্রাকটর। জানাগেছে নামে মাত্র সড়কটি কোন রকম জনগনকে কাজ দেখিয়ে বিল উত্তোলন করে পকেট ভারী করে চলে গেছেন বরিশালের আলোচিত সেই কন্টেকটর বিএনপি নেতা ও ছাত্রদলের সভাপতি মনোয়ার হোসেন জিপু। সে এখন কোটি পতি বনে গেছে। স্থানীয়রা অভিযোগ তুলে বলেন নিম্মমানের কাজ করার ফলে আজ সড়কের দূর্গতি হয়েছে  সরকার দলীয় আ”লীগ নেতারা জিপুর সাথে যোগসাজসে  ম্যানেজের মাধ্যমে এমনটাই হয়েছে।

কাজিরহাট থেকে মিয়ারহাট সড়কের মাঝ পথে প্রায় ৩০ থেকে ৩৫ টি স্থানে ভেঙ্গে গেছে নেই পিছ, সুকরি, ইট, বালুর গুড়া এ যেন সড়ক নয় দেখতে দেখায় শত বছরের কোন কাজ হয়নি। বাকিটু নষ্ট করেছে অবৈধ নছিমন ও করিমনের চালকরা, সরোজমিনে গেলে দেখা যায় গাবতলী বাজারের নিকটস্ত সড়কের বেহাল অবস্থা কোন যানবহন গেলে ঠিক মতো আসা যাওয়া করতে পারে না। অপরদিকে কোন কর্তৃপক্ষ সড়কের জন্য মেরামতের উদ্যেগ এখন ও নেয় না। বর্ষা মৌসুম আসার আগেই সড়কটি মেরামত না হলেই অচিরেই বাকি টু আরো বেহাল দশা হবে বলে অনেকে জানায়। এই সড়কটি দিয়ে দৈনিক হাজারো হাজারো পথ চারি আসা যাওয়া করে এমনকি প্রধান সড়কটি যদি এমত অবস্থায় থাকে প্রতন্ত্য গ্রাম অঞ্চল কি ভাবে উন্নতি করা সম্ভব হবে। এলাকা বাসী দাবী জানায় কাজিরহাট থেকে মিয়ারহাট সড়কটি তদন্ত পূর্বক মেরামতের উদ্যেগ নেওয়া হলে অত্র এলাকা বাসীর সুফল হবে বলে জানায়।