শাবিতে রেলমন্ত্রী – মানসম্পন্ন শিক্ষাগ্রহণের মাধ্যমেই সুনাগরিক হওয়া যায়

রিয়াজ উদ্দিন, শাবি ॥ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, মানসম্পন্ন শিক্ষাগ্রহণের মাধ্যমেই সুনাগরিক হওয়া যায়। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন পাঠদান জরুরি। মন্ত্রী শুক্রবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নীতি-নৈতিকতার চর্চার প্রয়োজন। এ সময় মন্ত্রী রসিকতার সুরে বলেন, এখন যার টাকা আছে, তার একটা করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। তিনি তার বক্তব্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান বাড়াতে সংশ্লিষ্টদের তাগিদ দেন। বিকেল সোয়া চারটা থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পুনর্মিলন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবি ভিসি প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ড. আহমেদ নাসিম সাঈদীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফরিদ আলম ও শমসের রাসেল প্রমুখ।

এর আগে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন উৎসবের দ্বিতীয় দিনের মূল আয়োজনের শুরু হয়। শোভাযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ অংশ নেন। শোভাযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীরা নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন।  

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কীন’ এর আয়োজনে ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড রিম ও নোঙরের পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয়। এছাড়া গতকালের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল রাতে নগর বাউলখ্যাত জেমসের কনসার্ট।

উৎসবের নিয়মিত আয়োজনে গতকালও ছিল জব ফেয়ার, কার্টুন প্রদর্শনী, জ্যোতির্বিদ্যা সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী, সাধারণ আলোকচিত্র প্রদর্শনী, মুখোশ ও গ্লাস পেইন্ট প্রদর্শনী।

পুনর্মিলন উৎসবের শেষদিন শনিবার থাকছে গ্রুপ ফটো সেশন, রম্য বিতর্ক এবং সোলস, ওয়ারফেইজ ও সারকেল অব ফিফথ ব্যান্ডদলের পরিবেশনায় কনসার্ট। রাতে র‌্যাফেল ড্র এর মাধ্যমে তিন দিনের পুনর্মিলন উৎসবের সমাপ্তি হবে।