আর্কাইভ

জনতা ব্যাংকের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরন

নিজস্ব সংবাদদাতা ॥ জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বন্দরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে শনিবার দুপুরে আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে বাকাই বন্দরে অনুষ্ঠিত আলোচনা সভায় বাকাই বন্দর বণিক সমিতির সভাপতি ও খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মতলেব মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অখিল দাস, বন্দর কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, নারায়ন চন্দ্র দে নারু।

বক্তব্য রাখেন ইদ্রিস হাওলাদার, ইচাহাক মিয়া, কার্ত্তিক কর্মকার, লক্ষীকান্ত কর্মকার, মোঃ সোহেল, মোস্তফা হোসেন, বিল্টু রঞ্জন সাহা প্রমুখ। শেষে প্রধান অতিথি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৬ জন ব্যবসায়ীর মাঝে আর্থিক অনুদানের ২ লাখ ১০ হাজার টাকার চেক বিতরন করেন।

আরও পড়ুন

Back to top button