বরিশালে অস্ত্রসহ তিন ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল র‌্যাব-৮’র সদস্যরা নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তলসহ ছাত্রদল নেতা ও তার দু’সহযোগীকে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে দেশের বিভিন্নস্থানে অবৈধ অস্ত্রের রমরমা বানিজ্য করে আসছিলো।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮’র সদস্যরা নথুল্লাবাদ বাসষ্ট্যান্ড সংলগ্ন অটো সার্ভিস তেলের পাম্পের দক্ষিন পার্শে অভিযান চালিয়ে নগরীর ২০ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ ওরফে ফাইজুল ইসলাম (২৭), উজিরপুর উপজেলা সদরের আলম আকনের পুত্র উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ জহিরুল ইসলাম ওরফে বাবু (২৯) ও বাকেরগঞ্জ উপজেলার উত্তর কাঠাদিয়া গ্রামের বাসিন্দা, চরামদ্দি ইউনিয়নের চেয়ারম্যান গাউসেল আলম খান ওরফে লাল চেয়ারম্যানের পুত্র ফজলে রাব্বী খানকে (৩০) গ্রেফতার করে। এসময় রাব্বীর কোমর থেকে একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। র‌্যাব সূত্রে আরো জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের রমরমা বানিজ্য করে আসছিলো। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।