যোগাযোগ মন্ত্রীর মেঘনা-গোমতী সেতু পরিদর্শন – মন্ত্রীর নির্দেশ না মানায়নির্বাহী প্রকৌশলীকে ষ্ট্যান্ড রিলিজ

মাহ্ফুজ ইসলাম শিপ্লু, দাউদকান্দি ॥ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের কুমিল্লার পদুয়ার বাজারে সদ্য উদ্ধোধন হওয়া ওভারলোড কন্ট্রোল মেশিন দেখতে না পেয়ে ও দেড়মাস পূর্বে নির্দেশ দেয়ার পরও অদ্যাবধি গৌরীপুর-হোমনা সড়কের দেড় কিলোমিটার এবং দাউদকান্দি সদরের এক কিলোমিটার রাস্তা মেরামতের ব্যাপারে কোন প্রকার উদ্যোগ না নেয়ায় সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানকে ষ্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন।

আজ ১২ ফেব্রুয়ারী রবিবার দাউদকান্দিতে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের মেঘনা-গোমতী সেতু এবং ওভারলোড কন্ট্রোল মেশিনের কার্যক্রম পরির্দশন করতে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় সভায় দাউদকান্দি এবং এর পার্শ্ববতী এলাকার রাস্তাঘাট, মেঘনা-গোমতী সেতু ও মেঘনা সেতু সম্পর্কে সাংবাদিকদের নিকট থেকে তিনি খোঁজ খবর নেন। মন্ত্রী নির্বাচনী এলাকা নোয়খালী থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে সদ্য উদ্ধোধন হওয়া ওভারলোড কন্ট্রোল মেশিন দেখতে না পেয়ে ও গৌরীপুরে নেমে হোমনা-গৌরীপুর সড়কের করুণ চিত্র প্রত্যক্ষ করেন এবং সাংবাদিকগণও উল্লেখিত দুইটি রাস্তা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করলে তিনি ক্ষুদ্ধ হয়ে সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকোশলী হাফিজুর রহমানকে ষ্ট্যান্ড রিলিজ করার জন্য প্রধান প্রকোশলীকে নির্দেশ দেন। মেঘনা-গোমতী সেতুর এক্সপানশন জয়েন্টের মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং পিলারের মাটি সরে যাওয়ায় অবস্থা পরিদর্শন করেন, বুয়েটের প্রফেসর খাঁন মাহ্মুদ আমানত, ড. এ এফ এম সাইফুল আমিন ও প্রফেসর আঃ মতিন। বুয়েটের ৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল সেতুটির ক্ষতিগ্রস্ত অবস্থা সম্পর্কে সাংবাদিকদের উপস্থিতিতে মন্ত্রীকে অবহিত করেন। এবং মার্চ মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত পিলার ক্রটিমুক্ত করার পরার্মশ দেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুই পাশের রাজনৈতিক নেতাদের ছবি সম্বলিত ফ্যাষ্টুন দেখে তিনি বিরক্তি প্রকাশ করেন এবং অবিলম্বে তা সরিয়ে ফেলার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেন। সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসণকল্পে সারা দেশের মহাসড়কগুলোতে ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটি ও ট্রলি চলাচল বন্ধ করে দিয়ে তা  ফিডার রোড গুলোতে সরিয়ে নেয়ার এবং সড়কের দুইপাশের অবৈধ্য স্থাপনা উৎচ্ছের জন্য প্রশাসনকে নির্দেশ দেন। মহাসড়ক এবং সেতু রক্ষায় লিখার মাধ্যমে সহযোগিতা করার জন্য মন্ত্রী সাংবাদিকদের আহ্বান জানান।