চরফ্যাশনে ১৪ শিক্ষক ও ৮ পরীক্ষার্থী বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা ॥ মনপুরায় অন্যের হয়ে এসএসসি পরীক্ষা দেয়ার অভিযোগে সুরমা নামের এক ছাত্রীকে কারাদন্ড দেয়া হয়েছে। এ ছাড়া চরফ্যাসন কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলা ও নকলে সহযোগিতার অভিযোগে ভোলার চরফ্যাশন উপজেলায় ১৪ শিক্ষককে এবং নকল করার দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মনপুরা থানার ওসি মো: মিজানুর রহমান জানান, রবিবার উপজেলার উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অংক বিষয়ের পরীক্ষা চলাকালে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসেন সুরমা নামের এক কলেজ ছাত্রী। বিষয়টি জানতে পেরে তাকে আটক করেন কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট মো: রওশন হোসেন। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদলতের মাধ্যমে সুরমাকে এক বছরের সাজা প্রদান করা হয়।

অপর দিকে চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, চরফ্যাসনের দুলারহাট পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চার শিক্ষককে বহিষ্কার করা হয়। অপর দিকে চরফ্যাশন সহকারী কমিশনার (ভূমি) নূরুল হাফিজ জানান, উপজেলার টিবি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকলে সহযোগিতার অভিযোগে ১০ শিক্ষক ও নকল করার অভিযোগে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।