বোরহানউদ্দিনে শ্রবন ও বাক প্রতিবন্ধি মাহমুদুল হাসান এর প্রতিভা

নিজস্ব সংবাদদাতা ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কুতুবা ভেন্যু কেন্দ্রে মনোযোগ সহকারে শ্রবন ও বাক প্রতিবন্ধি মাহমুদুল হাসান এস,এস,সি পরিক্ষা দিচ্ছে। সে বোরহানউদ্দিন হাইস্কুল বাণিজ্য বিভাগ থেকে এ পরিক্ষায় অংশ গ্রহন করছে। তার রোলনং ৪৩২৩১৬, রেজি নং ৬১৩০১২। তার পিতা সাবেক বোরহানউদ্দিন শাখার জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুস সাত্তার, মাতা রোকেয়া বেগম। অস্থায়ী ঠিকানা বোরহানউদ্দিন পৌর ৩নং ওয়ার্ড বোরহানউদ্দিন, ভোলা। স্থায়ী ঠিকান রোকেয়া মঞ্জিল হাজি আঃ লতিল সড়ক দক্ষিন সাগরদী ২৩ নং ওয়ার্ড সিটি কপোরেশন বরিশাল। সে জন্মের পর থেকেই শ্রবন ও বাক প্রতিবন্ধি। কিন্তু তার প্রতিভায় তাকে আটকিয়ে রাখতে পারেনি। সে ছোট বেলা থেকেই কৃর্তিত্বের সাথে ভালো ফলাফল করে আসছে।

গতকাল সরজমিনে গিয়ে দেখা যায় সে গণিত বিষয় পরিক্ষার দেওয়ার সময় খুবই মনোযোগ সহকারে নিজের খাতায় লিখতে ব্যস্থ। কোন দিকে থাকাচ্ছে না। খুবই ভালো ভাবে পরিক্ষা দিতে নিজে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আল্লাহপাক তাকে শ্রবন ও বাক প্রতিবন্ধি করেছেন। আর সে আল্লাহর রহমতেই এস,এস,সি পরিক্ষা খুব ভালো মতো দিচ্ছে। তার পিতার সাথে আলাপকালে তিনি জানান আমার ছেলে জন্মের পর থেকে শ্রবন ও বাক প্রতিবদ্ধি। কিন্তু আল্লাহর মেহের বানীতে আমার ছেলে ছোট বেলা থেকে ভালো ফলাফল করে আসছে। আমার ছেলে প্রতিবন্ধি হয়ে ও এস,এস, সি পরীক্ষা দিতে সক্ষম হয়েছে। এজন্য মহান আল্লাহর কাছে আমরা শুকরীয়া। আমরা ওর পিতা মাতা হয়ে তাকে আরো পড়াশুনা করাতে আশা করছি। তাই সকলের দোয়া একান্তু কামনা করছি।