আগৈলঝাড়ায় সওজ’র ব্রিজ ভেঙ্গে – বরিশাল-ঢাকা রুটের সড়ক যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় সড়ক ও জনপথের ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ঢাকা-বরিশালের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে লোকাল বাস ও দূরপাল্লার পরিবহনের শত শত যাত্রীরা চরম দুর্ভোগে পরেছে।

জানা গেছে, গোপালগঞ্জ-আগৈলঝাড়া-গৌরনদী মহাসড়কের আগৈলঝাড়ার গৈলার রথখোলা বাজারের পূর্ব পার্শ্বের ব্রিজ নির্মানের জন্য বিকল্প সড়ক হিসেবে সড়ক ও জনপথ অস্থায়ী ভাবে একটি বেইলী ব্রিজ নির্মান করে। ওই ব্রিজের ওপর দিয়ে পয়সারহাট-বরিশাল-ঢাকার লোকালবাসসহ দুরপাল্লার বাস চলাচল করছিলো। বেইলী ব্রিজটির বিভিন্নস্থানে ভেঙ্গে যায়। ওই ভেঙ্গে যাওয়া বেইলীতে গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে গ্লোবাল পরিবহনের একটি গাড়ি দেবে গিয়ে ব্রিজ আটকে সারা দেশের সাথে আগৈলঝাড়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে লোকালবাস ও ঢাকাগামী পরিবহনগুলো নিমতলা নামকস্থানে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। ফলে উপজেলা সদর থেকে নিমতলার প্রায় তিন কিলোমিটার দুরত্বের পথে শত শত যাত্রীরা পায়ে হেটে চলাচল করতে হচ্ছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগ দ্রুত ব্রিজটি নির্মান করবে বলে জানালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা) তাদের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। সওজ’র একটি সুত্রে জানা গেছে, প্রায় এক কোটি টাকা ব্যয়ে বরিশালের মেসার্স মতিউর রহমান নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ছয়মাস পূর্বে বর্তমানে ভাঙ্গা বেইলী ব্রিজটির নির্মান কাজ শেষ করেছিলো। সড়ক ও জনপথ বিভাগ দ্রুত ভাঙ্গা ব্রিজটি সংস্কার করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করবে বলেও সূত্রটি দাবি করেছে।