প্রসূতি সোমার মৃত্যুর জন্য দায়ি চিকিৎসকের শাস্তির দাবি

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের আম্বিয়া হাসপাতালের চিকিৎসকের দায়িত্বহীনতার কারনে প্রসূতি সোমা সাহার মৃতুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কালিয়া দমন গুহ, মাহিলাড়া ইউনিয়নের সম্পাদক মনীষ কুমার ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দরা। গৃহবধু সোমার পিতা পিযুষ কান্তি ঘোষ ও সোমার স্বামী রতন কর সোমার মৃত্যুর জন্য দায়ি চিকিৎসকের বিচারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, সোমার প্রসাব বেদনা শুরু হলে গত ১৮ জানুয়ারি তাকে আম্বিয়া হাসপাতালে ডাঃ জিকে চক্রবর্তীর অধীনে ভর্তি করা হয়। ওইদিনই তড়িঘড়ি করে সিজারের মাধ্যমে সোমার একটি কন্যা সন্তান প্রসব করানো হয়। প্রচুর রক্ত ক্ষরনে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্বিতীয় দফায় একই হাসপাতালে তাকে অপারেশন করা হয়। এতে করে সমস্যা আরো বেড়ে যায়। কিন্তু তার সন্তান বেঁচে থাকলেও গত ৩০ জানুয়ারি সোমা মারা যায়। সোমা ঘোষ গৌরনদীর মাহিলাড়া গ্রামের পিযুষ ঘোষের কন্যা।