অবশেষে চেয়ারম্যান পুত্র ছিনতাইয়ের আংশিক মালামাল ফেরত দিয়েছে

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের চেয়ারম্যান হোসনেয়ারা বেগমের পুত্র রতন সন্যামাত ছিনতাইয়ের ৪দিন পর আংশিক মালামাল ফের দিয়েছে। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন দৈনিকে প্রকাশিত হওয়ার পর আগৈলঝাড়া থানা পুলিশের টনগ নড়ে। থানার এস.আই ফোরকান আহম্মেদ চেয়ারম্যানকে চাপ প্রয়োগ করার পর গতকাল শুক্রবার সকালে ছিনতাইকৃত তিনটি মোবাইল ফোনের মধ্যে ২টি মোবাইল ফোন ফেরত দেয়া হয়। উল্লেখ্য, গত ২৪ মে আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সহসভাপতি ফরহাদ তালুকদারের ভাগ্নে মাহবুবুর রহমান নাহিদ, তুষার ও তাদের এক বন্ধু মামা বাড়িতে বেড়াতে আসার পথিমধ্যে বারহাজার নামকস্থানে বসে চেয়ারম্যানপুত্র রতন সন্যামাতের নেতৃত্বে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮’শ টাকা ছিনিয়ে নেয়।