আর্কাইভ

গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে দুঃস্থ নারীদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা মহিলা সংস্থার উদ্যোগে সোমবার সকালে দুঃস্থ নারীদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা সংস্থার সভাপতি ও গৌরনদী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন, মহিলা কাউন্সিলর খায়রুন নাহার মায়া প্রমূখ। শেষে ১২১ জন দুঃস্থ নারীদের মাঝে ক্ষুদ্র ঋণ হিসেবে ১০ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

Back to top button