আগৈলঝাড়ায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন – চাঁদাবাজ সাংবাদিকদের চাদা না দেয়ায় যুদ্ধাহত এক মুক্তিযোদ্ধার পরিবারের কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় তথা কথিত চাঁদাবাজ সাংবাদিকদের বিরুদ্ধে চাদা না দেয়ায় যুদ্ধাহত এক মুক্তিযোদ্ধার পরিবারের কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করায় ওই চাঁদাবাজ দের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন।

গত রোববার দুপুরে উপজেলার বাকাল গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ সোবাহান মাসুদ আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য অভিযোগ করে বলেন, গত ১১ ফেব্র“য়ারী রাতে তার বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে একই গ্রামের কেএম শামসুর রহমান ও গৈলা গ্রামের মাহাবুবুর রহমান ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। সোবহান চাঁদার টাকা দিতে অপরগতা প্রকাশ করায় তারা সোবহানের বিরুদ্ধে ইচ্ছেমত সংবাদ প্রকাশ করবেন বলে হুমকি দিয়ে আসে। সোবহান তাদের টাকা না দেয়ায় গত ১৭ ফেব্র“য়ারী বরিশাল থেকে প্রকাশিত দু’টি পত্রিকায় সোবহানকে মৃত বানিয়ে মরহুম সোবাহান নামে আক্ষায়িত করে “আগৈলঝাড়ায় প্রতারক সোবাহানের কিচ্ছা কাহিনী (১)” শিরোনামে সংবাদ প্রকাশ করেন। সোবহানকে মরহুম মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করায় তার ও আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাবমুর্তি খুন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন। দুই পৃষ্ঠার লিখিত অভিযোগে তিনি আরও বলেন, ওই সংবাদে তার এক বিবাহিত মেয়ের বিরুদ্ধে বিভিন্ন অপ্রিতিকর প্রবঞ্চনা দিয়ে সংবাদ প্রকাশ করে মাহাবুব ও শামমুর রহমান।

সংবাদ সন্মেলন করে রোববারই মুক্তিযোদ্ধা এমএ সোবাহান মাসুদ মাহাবুবুল ইসলাম ও শামসুর রহমানের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়েরী করেন, যার নং-৬৬৫ (১৯/০২/২০১২ইং)।