সাংবাদিক দম্পত্তি হত্যাকান্ড – বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা ॥ সাংবাদিক দম্পত্তি সাগর সরোয়ার ও মেহেরুন রুনীর হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে বুধবার সকালে বরিশালসহ জেলার দশটি উপজেলার প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সংগঠনগুলোর উদ্যোগে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে দশটায় বরিশাল প্রেসক্লাবের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক লিটন বাশার। এ কর্মসূচীর সাথে একাতœতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অশংগ্রহন করেন বরিশাল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটি, যুব সাংবাদিক ফোরাম, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন, সংবাদপত্র প্রতিনিধি পরিষদ, বরিশাল কম্পিউটার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

এছাড়াও সকাল সাড়ে নয়টায় একই দাবিতে বরিশাল রিপোর্টার ইউনিটির (বিআরইউ) উদ্যোগে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আসাদুজ্জামান রিপন, সাংবাদিক আমিন মোল্লা, সঞ্জয় কুমার পাল, এম.আলম, বিশ্বজিত সরকার বিপ্লব, মনীষ চন্দ্র বিশ্বাস, উত্তম দাস, বদরুজ্জামান খান সবুজ। প্রেসক্লাবের এ কর্মসূচীর সাথে একাত্বতা প্রকাশ করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন অনলাইন গৌরনদী ডট কম, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ ও সাপ্তাহিক আলোকিত সময় পরিবারের নেতৃবৃন্দরা।

এছাড়াও জেলার আগৈলঝাড়া, উজিরপুর, মুলাদী, বাবুগঞ্জ, মেহেন্দীগঞ্জ, হিজলা, বানারীপাড়া, বাকেরগঞ্জ উপজেলার প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনগুলোর উদ্যোগে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।