বরিশাল-মাওয়া রুটের বিআরটিসি বাসের উদ্বোধন করলেন মেয়র হিরন

বরিশাল টু মাওয়া রুটের যাত্রী সাধারনের যাতায়াতের সুবিধার্থে গতকাল শনিবার দুপুরে ৪ টি বিআরটিসি বাসের উদ্বোধন করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন গতকাল শনিবার দুপুর ১২ টায় বরিশাল নতুল্লাবাদ বাসষ্ঠ্যান্ডে বিআরটিসি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে বেলা ১১ টায় নতুল্লাবাদ বাসষ্ঠ্যান্ডে বিআরটিসি বাসের জি.এম নিখিল রঞ্জনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি মেয়র শওকত হোসেন হিরন। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেছেন, বানিজ্য নয় সেবার মনোভাব নিয়ে বাস চলাচল করতে হবে। তিনি বিআরটিসি বাসের স্টাফদের উদ্দেশ্যে বলেন, পথে পথে যাত্রী তোলা বা নামানো যাবে না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজুল হক, বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিআরটিসির পরিচালনা  পরিষদের সদস্য গোলাম মহিউদ্দিন, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব মিয়া প্রমুখ।
বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার আবদুর রহিম জানান, প্রতি বাসে ৫২টি করে যাত্রীদের বসার আসন রয়েছে। এছাড়াও বরিশাল থেকে মাওয়া পর্যন্ত প্রতি যাত্রীর ভাড়া দেড়শ টাকা নির্ধারন করা হয়েছে।